আমি হারিয়ে ফেলেছি পথ
যে পথ
কখনও নিজের হারিয়ে যাবার দুঃখ
জানায়নি এতটুকু কোনওদিন
একটা অরণ্য নিঃসঙ্গ থাকতে থাকতে
নিপুণ শিকারী খোঁজে
যেভাবে একটা নদী খোঁজে খেয়া
আর বুকের ভেতর জমিয়ে রাখে জড়ো করা স্মৃতি
ও অন্তরের কিছু সুখ -দুঃখ কথা
আমি অপলক তাকিয়ে থাকি দিগন্তের দিকে
আর মনে মনে নিঃসঙ্গ অরণ্য ও নদীকে পাশে বসিয়ে
আমি আমার জীবনের গল্প জুড়ে দিতেই
আমার হারিয়ে যাওয়া পথে সর্বহারার মিছিল নামে
যে মিছিলে শুধু আমি নেই
আমি হারিয়ে ফেলেছি পথ
যে পথ নিজের হারিয়ে যাবার দুঃখ ভুলে
আমাকে খুঁজতে খুঁজতে সেও হারিয়ে গেছে একা একা ।
পথ ক্রমশঃ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে ।