শুধুই রাজনীতিকই নয়,কবির কাছেও
অনেক কিছুই বলার আছে
এমন কি চাওয়ারও আছে অনেক কিছুই
বিনিময়ে কবির প্রত্যাশা নেই কোন
কবি কখনও কিছুই ফিরিয়ে নিতে জানে না
শুধু জানে নিঃস্ব করে দিতে নিজেকে আজীবন
কবির বোধের শরীর গড়িয়ে যে মহার্ঘ শব্দ নামে
কবি অক্ষরে অক্ষরে সেই সব শব্দের ভেতর
প্রাণের প্রতিফলিত আলো জ্বালে
কবিতায় গল্প গানে ও কথকতায়
মোহগ্ৰস্তরা কেউ জানেই না যে
কবিরা শুধুই কবিতা পাগল উদ্ভ্রান্ত প্রেমিকই নয়
একজন কবি অসম্ভব সংবেদনশীল
ও আজীবন তপস্বী
ক্ষোভে-দুঃখে,ক্রোধে_ঘৃণায় উপলব্ধির বিস্ময়ে
আর জীবনবোধের আলোয় সে দূর্লক্ষ্যের অধিকারী
সত্য দ্রষ্টা ও সময়ের অগ্ৰদূত ও শিল্পী যোদ্ধা
তাই সে যাবতীয় ধ্বংসময়তার বিরুদ্ধে
মানবতার পক্ষে নিস্পৃহ মানুষের কন্ঠের
দখল নিতে হয়,বয়ে নিয়ে যেতে হয় চেতনার স্রোতধারা
কবি জানে কি ভাবে প্রতিবাদী হতে হয় প্রচলিত প্রথা ভেঙে
রাজনীতিকের তবুও একটা সংগঠিত শক্তি আছে
সেই শক্তি নিঃসন্দেহে তার রাজনৈতিক দল
এবং অস্ত্র বল তার লক্ষ অনুগামী ও অন্ধ স্তাবক
আর কবির শক্তি ও ‘তার অস্ত্র কবি সে নিজেই’
যে রাজনীতিক সে ভবিষ্যতের শাসক
একজন প্রকৃত কবি সে চিরদিনই কবি
কবি ও পাঠক কিম্বা রাজনীতিক ও শাসক
সকলেরই নিজস্ব জীবনে যাপনে আচ্ছন্ন থেকে
নিজের মতো করে স্বপ্ন খুঁজে যেতে হয়েছে আজীবন ।