কতটা নেমে এলে তুমি ছুঁতে পার চাঁদ
কতটা নেমে এলে তুমি পার উঠে দাঁড়াতে
দিনরাত এখন অবিরাম আষাঢ়ের ঢল
গল্প ও গানেও আকুল দুর্যোগের চাপা স্বর
কতটা নেমে গেলে তুমি পেয়ে যাবে তল
কতটা নেমে গেলে তুমি ছেড়ে যাবে সমতল
এভাবেই নিবিড় হয়ে ওঠে যত প্রিয় সংকেত
নিবিড় হয়ে ওঠে জীবনের যত দাঢ্য অক্ষর
কতটা নেমে গেলে তুমি নিজেকে পাবে খুঁজে
কতটা নেমে গেলে তুমি ফিরে পাবে বোধ
হা-হুতাশে ছেয়ে আছে বাড়ির আনাচ কানাচ
নির্মম নিষ্ঠুর ক্ষতে ভরে আছে স্ফীত করতল
কতটা নেমে গেলে তুমি ফেলবে চোখের পলক
কতটা নেমে গেলে তুমি পেরোবে মাইল ফলক ।