যখন শুরুতে খুব কৌতুহলী হই
এবং ভীষণ উত্তেজনা অনুভব করি
তখন অদৃশ্য -অলৌকিক বৃষ্টিতে ভিজতে থাকি ক্রমাগত
আর ঘনঘোর হয়ে আসে হৃদয়-আকাশ
ধারাবাহিকতা ভেঙে ছড়িয়ে পড়তে থাকে
পার্শ্বপ্রতিক্রিয়ার অসম্ভব কোলাহল
আর টুকরো টুকরো অসম্ভব সংলাপ
নিজেকে অকপট সামলে রেখে মনে মনে বলি
বৃষ্টির দৃশ্যের বদলে বরং বেজে উঠুক মালকোষ
আর জীবনের গানগুলো ও সুরগুলো
ধুলোমাটি মাখামাখি ভালোবাসার অক্ষরে ভরে উঠুক
সকাল- সন্ধ্যা ও রাত্রির নির্জন দুপুর
আর বুকের গভীরে ছড়িয়ে পড়ুক অনন্ত মৌমাছিগান…
এই অপেক্ষার বলয় ভেঙে যখন কৌতুহল
আর উত্তেজনার পারদ চড়তে থাকে
এক রোমাঞ্চকর স্বপ্নমগ্নতার ভেতর
ফিরে ফিরে আসি সবাই
অতঃপর ফিরে আসি নিজের ভেতর
ফিরে ফিরে আসে অতীত স্মৃতিরাও
আমি পুরনো এ্যালবামের ভেতর একে একে
নতুন স্বপ্ন ও সুখ সাজাতে সাজাতে এক সময়
অদ্ভুত নষ্টালজিয়ায় একান্ত ব্যক্তিগত হয়ে উঠি
আর ছড়িয়ে যায় স্বপ্ন -লিরিক চারপাশে ।