ঘন ঘন লোডশেডিং’এ তিতিবিরক্ত মুহূর্তগুলো
চারপাশের অন্ধকার হাতরিয়ে দেখে নেয়
তারা নিজেরা কতটা তৎপর সেই সময়
আর বাতাসে গড়িয়ে যেতে থাকে আলটপকা সংলাপ
ও কান ভাঙানোর ফিসফাস
তাৎক্ষণিক এই ঘটনাপ্রবাহের গতিবিধি নির্ভর তৎপরতা,
উন্মাদনা এবং অদম্য আবেগ সবই এখন
অকপট সাঁতরে নদী পেরনোর মতো
অত্যন্ত আন্তরিক ও দৃঢ় প্রবণতা সম্পন্ন
আমরা পরিবেশ পরিস্থিতি বুঝে আউড়ে যাচ্ছি
তা্ৎক্ষণিক সংলাপ
আর খুলে রাখছি প্রশ্নচিহ্নের মতো দু’চোখ
আসলে সত্যকে সহজে মেনে নিতে পারলেই
হালকা হয় মন, দায় ও দায়িত্ব
কেবল হাওয়ায় মাঝে মাঝে তীব্র কাঁপন ওঠে
গোপন সংকেতে ছড়িয়ে পড়ে যত চুপকথা
আর একে একে দীর্ঘ হতে থাকে যাপনের প্রতিচ্ছবি ।