নদীতে নেমে নেমে আপন করেছ জল
জলে নেমে জড়িয়ে ধরেছ নদী
আত্মস্থ করে নিয়েছ ডুব সাঁতার
আর ঢেউ স্রোতে ভেসে যাবার সব জলজ কৌশল
এবার নৌকা ডুবির ভয় ভুলে যাও
বরং জল-পোকা হয়ে এখন
স্রোতের সমৃদ্ধ উজানে যাবার দক্ষতা বাড়াও
বাড়াও জলসাঁতারে জল কাটার নিপুন মুদ্রায়
তোমাদের ভয় ডরহীন প্রবণতার তৎপরতাও
সব দেখে শুনে বদ্ধমূল ধারণা থেকে
এটুকু অন্তত তোমাদের বলতেই পারি যে
দক্ষ ডুবুরি হয়ে উঠতে তোমাদের তেমন
কঠিন কিছুই মনে হবে না আর
শুধু মন থেকে জলের সব অভিযোগ ভুলে যাও
আর জলের ফোঁটায় লিখে যাও জলে নিজের সহবাস ।