এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে যেতে
তুমি বন্ধুর মতো কিছু সাহস দিও
ওই সঞ্চয় ফলে আছে সময়ক্ষেতে
সেই শস্যের রং আজও অতুলনীয়
কিছু সাহস দিও
এই অন্ধকারের রাত সহ্য হলে
জেনো পৌঁছে যাবই, শুধু হাতটা ধোরো
হাওয়া উথালপাথাল, পথে নিশান দোলে
দ্যাখো মিলে যাবে বন্দর-গ্রাম-শহরও
শুধু হাতটা ধোরো
ওই পশ্চিমে ডোবে দিন শেষ প্রহরের
তুমি শান্ত কোলের কাছে থাকবে, বলো?
ভাঙে কাজের ডানার ছায়া তেপান্তরে…
নামে একলা চোখের মতো অস্তাচলও
কাছে থাকবে বলো
আছে শেষটা কোথায় সেটা কেউ জানে না
দেবো ভুলের মাশুল, তবু যেও না ভুলে
হবে নতুন মশাল হাতে দুনিয়া চেনা
যদি পোড়াও এ হাত, রেখো ছাই আঙুলে…
তবু যেও না ভুলে
এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে
যারা থাকবে, আবার জেনো গড়বে প্রিয়,
তুমি অন্ধকারের রাতে ইচ্ছে জ্বেলে
কিছু সাহস দিও… কিছু সাহস দিও…