প্রশ্ন করলাম ভালোবাসাকে
কে তুমি? কোথায় তোমার বাস?
সহাস্যে উত্তর এলো,
আমি ভালোবাসা! আমি সকলের হৃদয়ে বাস করি!
আমি বললাম, তুমি সকলের হৃদয়ে বাস করো?
তবে তোমাকে দেখতে পায় না কেন?
ও বললো,আমাকে তো দেখতে পাওয়া যায় না!
আমাকে অনুভব করে পাওয়া যায়।
অবাক হলাম
অনুভব করে পাওয়া যায়?
হ্যাঁ, আমাকে অনুভব করে তবেই পাওয়া যায়!
আমি সব কিছুর মধ্যেই থাকি।
এ বিশ্বব্রহ্মান্ডের যা কিছু তুমি দেখছো স-ব
সব জায়গাতেই আমাকে পাবে।
সমুদ্রের গভীরতার থেকেও গভীরভাবে অনুভব করতে হবে আমাকে
আমি হাওয়ার থেকেও দ্রুত গতিতে পৌঁছে যাই মানুষের হৃদয়ে।
ও আরও বললো, তোমরা আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকো,
কিন্তু আমাকে তো অত সহজে পাওয়া যায় না!
আমাকে পেতে গেলে যে যোগ্যতা লাগে!
আছে তোমার সেই যোগ্যতা?
আমি আশ্চর্য হয়ে গেলাম,” যোগ্যতা!
কেমন যোগ্যতা?”
ও বললো, কষ্ট সহ্য করার যোগ্যতা,
অবহেলা,অযত্ন সহ্য করার যোগ্যতা,
বুকের ভেতর প্রচন্ড যন্ত্রনা হবে,
তবু তুমি কারো কাছে প্রকাশ করতে পারবে না।
আছে তোমার এই সব যোগ্যতা!
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম
কই না তো,
আমার তো এসব কোনো যোগ্যতাই নেই,
তবে কি আমি কোনদিন তোমাকে পাবো না আমার অনুভবে!
ও বললো, যাও আগে এই সব যোগ্যতা অর্জন করো।
যখনই তুমি যোগ্য হয়ে উঠবে আমি আসবো তোমার কাছে।
অনবদ্য লেখনী শ্রদ্ধেয়, লেখনী পাঠ করে অনুপ্রেরিত ও আনন্দিত শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা ও অভিনন্দন নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️??