তোমার স্মৃতি আঁকড়ে ধরে
কাটে আমার বেলা
তোমায় ভীষণ মনে পড়ে
এলে রথের মেলা।
মজা পেতাম দোলায় চড়ে
মনে খুশির খেলা।
জিলিপি কিনে ঠোঁঙায় ভরে
ঘুড়েছি সারা মেলা।
মনটা আমার কেঁদে মরে
দেখে মেঘের ভেলা
স্বপ্ন দেখি আজও আষাঢ়ে
আমার ছেলেবেলা।
নেই যে আজ মেলার মজা
ভাজছে না কেউ পাঁপড় ভাজা
মাটির পুতুল নেই সাজানো
মাইকে নেই গান বাজানো
জয় জগন্নাথ নেই তো রথে
চলছে না রথ এবার পথে
এসো শুক্ল দ্বিতীয়া তিথি আষাঢ়ে
সেজে নবরাগে আগামী বছরে।