শুক বলে সারি রে
ফুল ফুটেছে রঙবাহারে
ভ্রমর তাই তো ছোটেরে
বলতো মন চায় কাহারে?
আছে সুন্দর হৃদয় তোর
দে না খুলে হৃদয় দোর
উতলা হয়েছে এ’হৃদয়
নেই তার কোন সংশয়
হৃদয় নিজে চাইছে যখন
শরীর বাঁচাবে জীবন
তবে মন চাইছে মন
বল আমি কি করি এখন?
সারি বলে শুক রে
মরে যাই আহা রে
করেছিস বেশ শব্দ চয়ন
সুন্দর ঠাস বুনন
পাও যদি কারো মন
করে নাও তা হরণ।
শুক বলে
কথাকে শিল্প সাজে
করে তুললি বড় যে?
সারি বলে
কখনো কথারা আসে
রঙ মেখে সেজে সে।
শুক বলে
বিস্ময়ে ভাবি কী যে
বসে একা একা নিজে।
সারি বলে
আমি তারে মন মাঝে
তুলে রাখি গাঢ় লাজে।
শুক বলে
রঙিন কথাগুলো কেবল রেখে দে মনে
আর বাকী সব ফেলে দে যেখানে সেখানে
সারি বলে
সায় দিলাম ভেবে মনে
রেখে দেব খুব যতনে
রঙিন কথার বাঁধনে
সুন্দর শব্দ চয়নে।
শুক বলে
কেবা দেবে কেবা নেবে
সেই সব রঙিন আঁক
মাঝখানে হারাই বাক
আছে তো দেখি বিস্তর ফাঁক।
সারি বলে
করো যদি খোঁজ ঠিক ঠাক
মিলিবে সে, যারে দেবে ডাক
বুনিবে মিষ্টি মধুর বাক
ঘুচাবে সে বিস্তর ফাঁক।
শুক বলে
তোমার মতো কবি পেলে
হৃদয় মন পাখা মেলে
উড়তে থাকে আকাশে
এমন কবি পেলে পাশে।
সারি বলে
এবার থামাও তোমার কথন
আমি ব্যস্ত কাজে এখন
আমি থামালেম কলমের চলন
বুঝেছি তোমার, সব বলন।
শুক বলে
উঠেছে সূর্য এসেছে ভোর
বোশেখে এলো নতুন বছর
তাই বোশেখের দারুণ কদর
আসে নিয়ে সে নতুন খবর।
হয় না যে কথা বলে শেষ
এখন আমি যাই তবে বেশ
পূরণ হোক মনের সকল ইচ্ছা
আজ জানাই বৈশাখী শুভেচ্ছা।