ফুলে ফুলে জ্বলছে আগুন লাল
নীরবে পুড়ছে যেন ফাগুন কাল
দেখে যে হাসছে সুদূর নীল দিগন্ত
উল্লাসিত প্রাণে গাইছে সে বসন্ত।
কেন যে হল ঋতুরাজ নাম
আছে কি সঠিক তোমার ধাম?
শুনি তো তুমি নাকি সবার
বল তো তুমি সত্যি কার?
প্রকৃতির বুকে দেহ মনে জীবকূলে
উন্মাদ প্রেম লহরী যেন সমান্তরালে।
লজ্জিত বসন্ত থাকে অন্তরালে
যখন জীবন পুড়ছে প্রেমানলে।
কখনো দোদুল দোলায় উতলা
হিল্লোল তুলে মাতাল মন চঞ্চলা
বিদ্যুৎ তরঙ্গে কচি সবুজ ঘাসে
শিশিরকণায় মৃত্যুবাণ বসন্ত অভিলাসে।
বল বসন্ত তুমি এবার কার তরে?
শিমূল পলাশবন ফাগুন অন্তরে?
কুয়াশার আড়ালে ফের সূর্য হাসে
বসন্ত যে ধরা দেবে শীতের শেষে।
পলাশের ঘ্রাণে কোকিলের গানে
হৃদযন্ত্র মোহমুগ্ধ বসন্ত প্লাবনে।
ফাগুনচাঁদ গগন জুড়ে পূর্ণ ষোল কলায়
মাতাল নদীর সোহাগে ভাসে জোৎস্নায়।