উঠেছে দারুণ ঝড়
সামলাও নিজ ঘর
চমকে উঠি শুনে খবর
পরকীয়ায় দিওনা আর নজর ৷
তবে হৈচৈয়ে কেন মেতে যায় পরকীয়ায়
বলত কি এসে যায় বৈধ অবৈধতায়?
আমায় তো এসব চিন্তা ফেলে ভাবনায় ৷
মনের খিদে শুধু মেটে নাকি তায় ?
এমন কি সে অনুভূতি পায়
যাতে মন তার আপনি সাড়া দেয়
গোলমাল যত এই মনটাকে নিয়ে
ভালবেসে সে মন শুধু ব্যথা ভরিয়ে ৷
পরকীয়া কাকেই বা সে জানাবে
সংসার কি আর তা সহজে মানবে?
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল
বুঝি ভালো সেই কথাই
কি লোকে শুধু বলবে?
সিগারেট খেলে ক্যানসার হয়
জেনেও লোকে কেন সিগারেট খায়?
প্রেম পরকীয়ার ভাল মন্দ না বুঝেও
কেন লোকে তাই করে যায় ?
বৈবাহিক সম্পর্ক রেখে বজায়
আনুভূমিক সম্পর্ক কাটে কী মজায় ?
সংসার পেটের জ্বালা মেটায়
তৃষ্ণার্ত শরীর তৃপ্ত হয় কি পরকীয়ায়?
পরকীয়া সাংবিধানিক কি অপূর্ব ঘোষণা
আড়ালে আবডালে আর কিছু
গোপনে থাকবেনা ৷
সমাজে এল এইসব বিদেশী ধ্যান ধারণা
স্ত্রী আর স্বামীর ব্যক্তিগত সম্পত্তি হবে না?
তবে বৈবাহিক সম্পর্ক গড়ে
তাতে একঘেয়েমি ব্যাপার এলে
পরকীয়ায় নিজেকে উজার করে
কেন সম্পর্কের ভিতরে জটিলতা গড়লে?
লজ্জা বিমুখ যেন প্রগতিশীলতা
রায় অবক্ষয়ের সূচনায় অসামাজিকতা
পড়ল ভারতীয় সংস্কৃতির উপরে
বজ্রাঘাত ৷
বাড়ল কি বিবাহ বিচ্ছেদের সংঘাত ?
যে দেশে ধর্ষিতার হয়না বিচার
মেয়েরা এসিড আক্রান্ত হয় বারবার
শিক্ষিতরা থেকে যায় বেকার
ছাত্রদের গুলিতে মরতে হয়
সেই দেশেই পরকীয়াই বৈধতা পায়
সেই দেশইতো আঁধারে তলিয়ে যায় ৷