পুঞ্জিত শুভ্র মেঘরাশি নিয়ে সুনীলগগনে
ছড়িয়ে শিউলির মিষ্টি সুবাস সমীরণে
কাশফুল চামড় দুলিয়ে বনে বনে
সুর ঝংকারে আনন্দ ধারা বহিছে ভুবনে ৷
আশ্বিন নিয়ে এল বার্তা আগমনী
শঙ্খচক্র গদাধারী তুমি মর্তে ত্রিনয়নী
পূর্বপুরুষদের করে তিল জল দান
হল মহালয়ায় পিতৃপক্ষের অবসান ৷
অমাবস্যা তিথির এই পুণ্যলগনে
মহালয়ায় দেবীপক্ষের হয় সূচনা
প্রাক প্রত্যুষে ঊষা করে ঘোষণা
স্তবনমন্ত্রে হবে আজ শারদ বন্দনা ৷
আকাশে বাতাসে বাজল মঙ্গল শঙ্খধ্বনি
বাংলার অঙ্গনে মননে মহামায়ার পদধ্বনি
বাজলো তোমার আলোর বেণু সুরেলা
আগমনী
জাগো জাগো মা দুর্গা দশপ্রহরণধারিনী৷
এসো এসো মা দুর্গা দুর্গতিনাশিনি
মর্তের অসুরের কর পাপ সংহার
কর নাশ যত অবিচার অনাচার
দাও দাও মা অভয়াশক্তি বলপ্রদায়িনী ৷