জীবনটা একটা নাট্যশালা
আর এই নাট্যশালার আমরা সবাই কলাকুশলি ।
প্রত্যেকে আমরা নিজ নিজ চরিত্রে
কেমন নিখুঁত অভিনয় করে চলেছি !
এখানে কেউ হাসে, আর কেউ কাঁদে
কেউ হাসায়, আবার কেউ কাঁদায়।
এখানে কখন কোন চরিত্রের উত্থান হয়
আর কখন পতন হয়, কেউ খবর রাখে না
সময় কোথায়! খবর রাখবার ।
কী আপ্রাণ চেষ্টা!
এই চরিত্রগুলো বাঁচিয়ে রাখবার
এই চরিত্রগুলো টিকিয়ে রাখতে গিয়ে
হয়তো আমরা কেউ কেউ ক্লান্ত হয়ে পড়ি –
কেউ হাসাতে গিয়ে ক্লান্ত হলেও
কাঁদাতে কিন্তু কেউ ক্লান্ত হই না ,
অথচ আমরা কেউ হাসতে ক্লান্ত হই না
কিন্তু কাঁদতে কাঁদতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি ।
তখন মনে হয় ,এইবার একটা পর্দা টানা দরকার
এই নাট্যশালার !
আমরা সবাই জানি পর্দা টানাটা কোনো সমাধান নয় ,
তবুও আমাদের মধ্যে কেউ কেউ
এই কাজটা করে থাকে
আর জীবনের রঙ্গমঞ্চ থেকে চিরতরে বিদায় নেয়।
তখন আমরা সবাই বলি ‘এর একটা প্রতিবাদ দরকার ‘
কিন্তু, কে করবে প্রতিবাদ?
সকলে আমরা নিজেদের নিয়ে ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে থাকি !
কারণ আমরা জানি, আমাদের প্রতিবাদ করার পরিধিটা খুবই সীমিত ।
তাই মেনে নিতে আর মানিয়ে নিতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি ।
অসাধারণ লেখা শ্রদ্ধেয় কবি, লেখনী পাঠ করে অভিভূত এবং আনন্দিত সুপ্রিয় কবি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় কবি ✍️✍️✍️???