তোমার জন্য লিখবো বলে কলম হাসে রোজ,
তোমার অমন সরলকথা চলে মনের মাঝে খোঁজ।
আমি প্রেমিক ভাবি তোমায় শুধু প্রেমের তরী ওই,
তুমি সমাজ চেনো , দুঃখ কেনো আমি অথৈ জলে রই।
তুমি ভাব যে মাখো, শব্দ সাঁকো একাই জুড়ে যায়,
তোমার কলম সুধা এমন বৃষ্টি কোথায় এমন পায়?
তোমার দৃষ্টি খাঁটি, গাঁয়ের মাটি তোমায় চেনে তাই,
ওই যে তোমার কলম খানি, ওই শব্দ জাদু চাই।
তুমি শরৎ আকাশ ঘন কালো এমনি মুছে দাও,
দেবদাস না পল্লিসমাজ কোনটা বলে যাও।