শব্দেরা ভেঙে যায় ঝন ঝন করে,
মোমবাতি দিশাহীন হাওয়াতে যে নড়ে।
জ্যোৎস্নার আলো নেই বন্দী এ ঘরে,
রাত জাগা পাখি ডাকে নিশিতের পরে।
কত যুগ কেটে যায় মাথা নিচু করে,
আল দিয়ে হেঁটে চলে বুক তার ডরে।
এই ভয় শেষ হবে করলে যে কি,
বলবে কে ভয় ছেড়ে আলো মেখেছি?
এসো এসো ভয় নেই মুক্তির পণ,
দেবো মেপে জেতো যদি এ ভীষণ রণ।
বন্ধুর ভূমি এই খালি দুই পা,
রক্তেরা বয়ে চলে বাধা মানে না।
রুখে গেছে হাওয়া আজ ফুরোলো কি দিন,
আশা হয় নিরাশা, সেও যেন ক্ষীণ।
প্রতিপক্ষ যদি আপনার হয়,
মহাভারতের মত হবে কি এ জয়?
অস্ত্রেরা ভীত বড়ো শোচনায় হীন,
তবে কি এ অলিখিত রক্তের ঋণ?