প্রমাদ গুনিলে চৈত্র, বৈশাখী কাছে আসে,
মুকুলের প্রেমভাব ভ্রমরার ঠোঁটে ভাসে।
বেনুবন হেলেদুলে অম্বর ছুঁতে চায়,
পবনের পাগলামি খেলা করে তার পায়।
বৈশাখী বিকেলে, উড়ো মেঘ ডেকে নেয়
নীল রং কেউ যেন কালো করে লেপে দেয়।
মলিন যে ফুল ভোগে লাবণ্যহীনতায়,
ঝোড়ো এক বৃষ্টি ঝরে পড়ে সে মাথায়।
বোরো ধানে ভরে যায় গোলা হয় পূর্ণ,
বৈশাখে পাখি ডাকে ভাসে সুগন্ধীচূর্ণ।
হাসফাঁস তালপাখা নৃত্যের ভঙ্গি,
গলদঘর্ম দেখি হাতে নিয়ে সঙ্গী।
ঝিকিমিকি খেলা করে গ্রীষ্মের এই দেশ,
নদী নিয়ে বয়ে যায় গল্প ও অবশেষ।