হে ঈশ্বর!
যখন তোমার কৃপায় এই বিশ্বকে
দু-চোখ ভরে দেখতে পেলাম-
তবে আমাকে নির্মল চিত্ত দাও !
ঘৃণা -অহংকার না আসে মনে ।
জলের মতো নিন্মগতি ধারা দাও,
সকল বাঁধা পাশ কাটিয়ে বিপদ মুক্ত হই…
যত আবর্জনার সহনশীলতার বাহক হয়ে উঠি।
ঝাউ পাতার কাছে নতজানু হয়ে বলি!
আমাকে ঘিরে তোমার চেনানো
জারুল আকাশমনিরা আবার ফুটুক!
গভীর জলের ভিতরে অবগাহন করতে -করতে ভাবি,
আমার সমস্ত অভিমান সমস্ত বিরহের -অবসান হোক!
হে ঈশ্বর আমাকে সহজ জলের মত করো !
সহজ – তরল লাবণ্য দাও,
শক্তি দাও ,যেনো মানুষ হয়েই থাকি!