নারী কি সত্যিই শিক্ষিত হতে পেরেছে!
হে বিদ্যাসাগর মহাশয়,
আপনি যে উদ্দেশ্যে নারীদের শিক্ষিত করতে চেয়েছিলেন,
সেই উদ্দেশ্য কি সফল হয়েছে!
হয়নি, কারণ সমাজ হতে দেবে না।
আপনি চেয়েছিলেন নারী স্বাধীন হোক,
সেই অর্থে কি নারী স্বাধীন হয়েছে!
না হয়নি, কারণ সমাজ হতে দেবে না।
এখনও নারী কুসংস্কারের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে।
তবে কিসের শিক্ষিত!
এখনও নারী একা বাইরে বেরোতে পারে না ।
তবে কিসের স্বাধীনতা!
নারীর কষ্টে আপনার হৃদয় ব্যথিত হয়েছিল,
তাই আপনি নারী শিক্ষা, নারী স্বাধীনতার কথা বলেছেন।
কিন্তু আমাদের সমাজে কিছু আবর্জনার স্তূপ আছে!
এই আবর্জনার স্তূপই নারী শিক্ষা, নারী স্বাধীনতার অন্তরায়।
স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশ
প্রকৃত স্বাধীন হতে পারে নি এই আবর্জনা স্তূপের কারণে।
আপনি আবার আসুন পৃথিবীতে আবর্জনার স্তূপ
পরিষ্কার করতে হবে।
আমরা আপনার অপেক্ষায় আছি।
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???