সুদেষ্ণা!
কাল তুমি চলে যাবার পর মাধবীর গন্ধ
ছেয়ে গেলো রাতের নিস্তব্ধ সারা আকাশে।
আমার ভাবনার ঘরে তোমার উপস্থিতি
সেতো প্রতি মুহূর্তেই অনুরণন দেয়
ঝিনুকের খোলে অপ্রকাশের বেদনায়।
সুদেষ্ণা!
আমার কাছাকাছি তোমার শারীরিক
সান্নিধ্য নেই!
তোমার মনকে স্পর্শ করতেও খোশামোদ
ডাক হরকারকে!
এইভাবেই ভিজিয়ে ফেলি রোজ আমার মন
একাএকা ঘরে বসে।
সুদেষ্ণা!
আরও কত দীর্ঘ পথ পরিক্রমা আমার,
কি করে পথ চলবো আমি একা একা
যদি না দেখি তোমার চাঁদ পানা মুখ
যদি না পাই তোমার ঐ ঠান্ডা হাতের স্পর্শ!!
যদি না গন্ধ না পাই তোমার মন মাধুরীর?
আমার এই সৃষ্টি ছাড়া বাউন্ডুলে মনটা
বাঁচবে কার আশ্রয়ে?