দুটি বন্ধুত্বের রেখা পাশাপাশি চলছে যেন l
সে রেখা কোনো কারণেই মিলবে না কোনোদিন!
শুধু মাঝখানে শ্যামল একটি প্রান্তর আপন
মহিমা বিস্তার করে নীরবে চেয়ে থাকবে!
তাই হোক তবে, এভাবেই থাক তবে !!
নীরবতারও যে অনুচ্চারিত একটি স্নিগ্ধ
শব্দ আছে তাই থাক তবে মৌন হয়ে!
আনন্দ এসে ধরুক হাত!
” আমি পেয়েছি ক্ষণে ক্ষণে
আমার অমৃত ভরা মুহূর্তগুলোকে
কে তার সীমা বিচার করবে?? “
এ যেন কুঞ্জবনে ভাঙা হাটের
বাঁশিওয়ালা!
বাঁশি তাই বাজবেই……