এক গাছের তলায় বসে প্রেম বিক্রি করছিল সে!
আমিও দাঁড়ালাম,পৃথিবীর সমস্ত বিষাদের শিকড়
উপড়ে ফেলা চেহারা নিয়ে দুই হাতে
অঞ্জলি পেতে বললাম, “আমাকেও দাও!”
সে বলল “কতটা দেবো?”
আমি বুকের লবণাক্ত ঝর্নাকে ঢেকে
বললাম, “মৃত্যুর মাপে দাও!”
সে মদির হেসে বলল, “মাত্র মাতাল হবার
মাপের প্রেম আছে কলসীতে!”
আমি আমার সব দুঃখকে রেশমি রুমালের
আড়ালে রেখে বলি, “তাই না হয় দাওI”
বিস্তৃত নদীর রূপময় সঞ্চারে,
ভেজা বকুলের সাথে হৃদয়খানি নাও।
মাতাল হতেই দাও তোমার প্রেমে!
আর বাকি যা, দিও বিকেলের সূর্যাস্ত!