শূন্যতার খাদের কাছে দাঁড়িয়ে ,
আমি আমার জলবিন্দু দিয়ে সজল
একটি গোলাপ ফোটাতে চেয়েছিলাম !
দিতে চেয়েছিলাম নীল স্বপ্নের ভোর!
একটি চিঠি সোনালী খামে ভরা,
যে চিঠিতে সুগন্ধের ঘূর্ণিঝড় থাকবে !
কাঞ্চনজঙ্ঘার একটুকরো মেঘ নিয়ে
বৃষ্টি নামাতে চেয়েছিলাম চূড়াচাঁদপুরে!
বৃত্তিহীন ভালোবাসায় মুদ্রিত করতে
চেয়েছিলাম চিতল হরিণীর চোখ !
অসত্যের সব ভার নামিয়ে, চেয়েছিলাম
সূর্যঝলসিত এক মনোরম মুখ !
কিন্তু কেউ আমাকে কখনো চায়নি !!!