আশ্চর্য শূন্যতায় এক পরিভ্রমণ
সামান্যতম রেখা নেই।
নেই তার কোনো অবয়বl
শূন্যতায় হাঁটি
সামনে পেছনে ডানে বাঁয়ে
নিস্তরঙ্গ শূন্যতা আমায় নির্ভার করে
শূন্যতায় দাঁড় করায় l
শব্দ খুঁজি আকাশে।
আকাশ কোথায়?
না নীল,না লাল,না সবুজ না সাদা।
বাতাস স্তব্ধ।
শব্দহীন নিরাকার….
নিচে তাকাই –
না শ্যামল, না জল, না পেলব মাটি!
এই কি বাঁচা?
না! তার চেয়ে ভাল
সংসার সমস্যা, বিপর্যস্থ সাম্যবাদ,
কূটকাচালি, আর বায়বীয় শপথ!
ঢের ভাল
চারুকলার পৈতে নিয়ে
জীবনের পায়ে নিপূণ
ঘুঙুর বাঁধা আর
ভালোবাসা খুনি জেনেও
গভীর ভালোবাসা l