সমস্ত বিশ্বাস জুড়ে দুর্দান্ত ভাইরাসের
অস্থির আনাগোনা!
হিমরাতের সারিসারি হিমবুক সার্বভৌম বেদনার মশালে,ভালোবাসার মন্ত্রগুলো সব পুড়ে যাচ্ছে!
তখন জীবনের প্রতি নিঃশ্বাসে জীবনকে স্পর্শ
করে নীলাচল পাহাড়,আমাকে অবিচল হতে বলে,
সুবর্ণ ঢেউ স্থির হয়ে আমাকে ভারহীন করে দেয়,
নদীর জলে নিজের মুখ দেখি!
বিশ্বব্যাপী দুর্বোধ্যতার পর্দা ছিড়ে অন্তরঙ্গ শব্দের সংসারে খুঁজি নবতম বিন্যাস!
অপরাজিতার মরম ছুয়ে খুঁজে ফিরি জীবনের উত্তাপ!
এসো বিধ্বস্ত সভ্যতার কবি,শিল্প,বিজ্ঞানী, ব্যাপারী
হাতে তুলে নাও প্রেম আর মৈত্রীর স্বপ্ন মশাল!
সমস্ত আকাশ জুড়ে মেঘমন্দ্রিত সুরে বাজনা
বাজুক বিশ্বাসের!
শুভ ব্রতী মানুষের প্রার্থনায় নতুন আলোতে
উজ্জ্বল হোক এই পৃথিবীর মুখ l
নবতম বিন্যাসে ঘুচুক দুঃসময়!