স্বপ্নের জোনাকিরা আর জ্বলে না
হলুদ পাখিরা আর শিষ দেয় না !
হটাৎ যেন স্তব্ধ চরাচর l
রোমকূপগুলো তেমনই আছে,
একটা জিনিসই নেই – রোমাঞ্চ !
চোখও সবই দেখতে পায়
নেই শুধু কৃষ্ণচূড়ার রঙ !
তবু কোনো নিঃসঙ্গ মুহূর্ত,
চাপা কান্নার মতো বুকের
বাতাসে আনাগোনা করে
নীল রঙ স্বপ্নের মতো !
এখন যে স্বপ্নিল অনুভবে
হাসি আর কাঁদি..
সে তো ধারদেনা করা !
বাজির মাঠে যেন
অমল ভ্রমরের মতো
বাজিকরের কারসাজিতে
ক্ষণিক মুগ্ধতা!