মুক্তফোটা সকালের আলোর মঞ্জরী নিয়ে
প্রতিশ্রুত ছিলাম প্রত্যুষে!
মৃত্তিকা মননে, সৌর পরিক্রমায়
প্রভাত থেকে অস্তাচল অব্দি নদীর কাছে
প্রান্তরে শস্যের অঞ্জলি সাজিয়ে
বেহুলার বাসর সাজানো এই পৃথিবীতে l
বুকে কুরুক্ষেত্র নিয়ে আজও অধোমুখ নির্বাক!
নদীর স্রোতে, উপত্যকায় নতজানু হয়ে
ভাসাই মন থেকে গড়া হিজিবিজি শব্দ সংসার l
অসংখ্য কালীনাগ জেগে ওঠে আতলান্ত
নীলের সায়রে টেনে নেয় নন্দিনী জাহাজ!
অমল চোখের বন্ধুরা আমার-
প্রভাতের প্রতিজ্ঞা ভুলে যেও না!
ভোরের প্রাণের গন্ধ অন্তরঙ্গ মন্ত্রে
জপমালা হয়ে ভালোবাসুক,
যে ভালোবাসা গভীর হলেই
মেঘ থেকে বর্ষণ হয়!
যে ভালোবাসা গাঢ় হলেই
নক্ষত্রের দূরত্ব ঘুচে অলৌকিক
পৃথিবীর বসবাস l
বন্ধুরা আমার
বৃষ্টি ধোঁয়া গন্ধরাজের সকাল
হলুদ ঝরণা, চাঁদের লাবণ্য,
বৈশাখী বসন্ত,গার্ভিনী ধানের ক্ষেত,
সোনালী গমের শিষ,
ভুমন্ডলে বিশ্বস্ত হাওয়ায় সুন্দরের সমাস
নিয়ে কর সফল উচ্চারণ,
আর আলোর প্রত্যয়ে কর আলিঙ্গন
চোখের জলে ভাসা এই পৃথিবীকে!
বুদ্ধি ভ্রমের সেতু পেরিয়ে আবার হোক
নবতম বিন্যাসে আন্তরিক সহবাস!