বড় একা লাগে! বড় একা!
অথচ মাঝে মাঝে এই একাএকা
লাগাকে নিজের কাছেই অস্বীকার
করতে চাই! করিও, আবার
কখনও ভেঙে পড়ি,
কেমন অসহায় মনে হয় নিজেকে l
যেমন আজ এই বৃষ্টি ভেজা সকালে
মনটা ভারাক্রান্ত!
কি রকম একটা আবেশে ভেসে যাচ্ছি যেন!
আমার যারা খুব কাছের তাদেরও
আজকাল নিজের মত করে পাই না!
হ্যা তোমাকেও তো পাচ্ছি না!
যদিও তোমাকে তো পাবার কথাই নয়,
তবু কি করে যে তুমি হটাৎ আলোর
ঝলকানির মত চলে এলে –
একদম মনের গভীরে ঢুকে আসন
পেতে বসে গেলে —
ভালোবাসা তো একটা আবেগ ই l
সেই আবেগে আমিও ভাসলাম l
অথচ আমি জানি – এ শুধু মাত্র
পথ চলার আনন্দ —
বিরহ ই ভুবন জোড়া l
এই বিরহ ই একাকিত্ব আনে l
খুব কাছে পেতে চাই কি ভালোবাসা কে?
কে জানে! না বোধহয়! তাও চাই না!
দুর থেকে দেখতে চাই – খেলা করতে চাইনা।
অথচ নির্মল একটা মুক্ত বিন্দুকে
আস্বাদন করতে চাই!
ভালোবাসা তো একধরনের একটি মুক্তি!
আকাশের বুকে পাখা মেলা বলাকা মত!
এক ঝাঁক টিয়ার উড়ে যাবার মত!
বৃষ্টির সকালে হটাৎ এক ঝলক রোদ্দুরের
সোহাগের মত!
সেই ভালোবাসার মধ্যেই থাকতে চাই…