ছোট বেলা থেকে শুনে আসছি
লক্ষ্মী হও
লক্ষ্মী মেয়ের মতো থাকবে ইত্যাদি ইত্যাদি
তখন ভাবতাম সত্যি লক্ষ্মী হওয়া বুঝি খুব ভালো
তবে এখন বুঝি লক্ষ্মী মেয়ের সংঞ্জাটা ঠিক কি
লক্ষ্মী এমন একজন মেয়ে যার রূপ থাকবে,
গুন থাকবে, জোরে জোরে কথা বলে না
অন্যায়ের প্রতিবাদ করে না
যত অত্যাচার তার ওপর হোক না কেন
সব মুখ বন্ধ করে সহ্য করে নেবে ।
তার কোনো স্বপ্ন থাকবে না, ভালো লাগা
খারাপ লাগা কিছুই থাকবে না
তবে আমি বলবো, মেয়ে তুমি লক্ষ্মী নয় দুর্গা হও
অস্ত্র হাতে তুলে নাও, অসুর বিনাশ করো
নিজের অধিকার বুঝে নাও
মেয়ে তুমি কালী হও
যখনই সমাজে নরপিশাচদের অন্যায় অত্যাচার
মাথাচাড়া দিয়ে উঠবে তখন খড়গ তুলে নাও
ধর থেকে আলাদা করে দাও তাদের মুন্ডু গুলো
মেয়ে তুমি প্রতিবাদী হও, অন্যায়ের প্রতিবাদ করো
নিজের স্বপ্নগুলোকে সাজাও
মেলে ধরো নিজেকে আকাশের দিকে
ঐ আকাশটা যে তোমারও।।