যখন শরতের আগমন বার্তা পেয়ে,
মেঘেদের বাড়ি ফেরার পালা!
যখন মেঘেরা তাদের কালো ভয়ঙ্কর কেশর সরিয়ে
আকাশে পেঁজা তুলোর পানসি ভাসাতে ব্যস্ত!
ঠিক তখনই তুই এসে ছিলিস।
তখন আমার আকাশে ভরা বর্ষা
আর ঘনঘন বিদ্যুতের ঝলকানি!
হঠাৎ করেই তুই শরতের আগমন জানাতে
আমার আকাশে ভাসিয়ে দিলি পেঁজা তুলোর পানসি।
ঝলমল করে উঠল আমার আকাশ!
শিউলি ফুলের সুবাস,কাশ ফুলের শুভ্র হাসি
,আর আকাশে ঐ সাদা মেঘের মেলা
জানিয়ে দিয়ে গেল ‘ মা আসছে ‘।
তুই ও ওমনি চলে এলি ওদের সঙ্গে তাল মিলিয়ে।
আবার জলবায়ু পরিবর্তনের মতো তুই বদলে গেলি।
কেন এলি বলতো ক্ষণিকের অতিথি হয়ে!
আবার এসেছে শরৎ মায়ের আগমন বার্তা নিয়ে!
চারদিক থেকে মায়ের আগমনী সুর ভেসে আসছে।
শিউলি ফুলেরা গালিচা বিছিয়ে রেখেছে
মায়ের আগমনের অপেক্ষায় ।
কাশ ফুলেরাও হাওয়ায় মাথা দুলিয়ে অভ্যর্থনা করছে
মায়ের আগমনের।
আর আমি অপেক্ষা করছি তোর!
আবার তুই আসবি!
আমার আকাশের সব কালো মেঘ সরিয়ে
পেঁজা তুলোর পানসি ভাসাবি।
আবার ঝলমল করবে আমার আকাশ।
শিউলি ফুলের সুবাসে ভরে উঠবে চারদিক।
আমি অপেক্ষা করছি তোর!
আমি তোর অপেক্ষাতেই থাকবো।