জানালা; সে তো খোলা আছে সেই কবে থেকে! জানালা থেকে মুখ বাড়িয়ে দেখি,
গাছের ডালপালা গুলো কেমন হাওয়ায় দুলছে।
কত বাতাস! একদমই তো বাতাসের কমতি নেই!
তবু আমি নিঃশ্বাস নিতে পারছি না,
দম বন্ধ হয়ে আসছে, ছটফট করছি আমি।
আলোর প্রবেশও যেন নিষেধ এখানে!
খোলা জানালা দিয়ে তাকিয়ে থাকি আকাশের দিকে,
প্রতিদিন সূর্য ওঠে!
আলোয় ঝলমল করে গোটা পৃথিবী!
অথচ আমি অন্ধকারে ডুবে আছি,
ডুকরে ডুকরে কেঁপে উঠছে আমার শরীর।
আলো নেই, বাতাস নেই –
এইভাবে কি বেঁচে থাকা যায়?
জানি যায় না, তবুও বেঁচে থাকবো,
বেঁচে থাকতে হবে আমাকে!
আমার ঘরে ঐ আলো বাতাসের প্রবেশ না ঘটা পর্যন্ত
বেঁচে থাকবো আমি।
কতদিন থাকবে মুখ ফিরিয়ে, আমিও দেখবো!
হেরে আমি যাব না , কিছুতেই না!
জিততে আমাকে হবেই।