তুমি কেমন দয়াল জানা যাবে,
তুমি কি আসবে না?
কাঙাল বলে হেলা করে
হৃদি মাঝে এসে হাসবে না?
যে নিয়েছে তোমার শরণ,
তারে দিলে অভয়-চরণ,
আমি ডাকতে জানি নে বলে
আমায় কি ভালবাসবে না?
তুমি কি আসবে না।
Home » তুমি কেমন দয়াল জানা যাবে || Rajnikanta Sen
তুমি কেমন দয়াল জানা যাবে || Rajnikanta Sen
- কবিতা, রজনীকান্ত সেন
- 1 min read
সম্পর্কিত পোস্ট

স্বাধীনতার সুখ || Rajnikanta Sen
- কবিতা, রজনীকান্ত সেন
- 1 min read
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই-“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই;আমি…

পরোপকার || Rajnikanta Sen
- কবিতা, রজনীকান্ত সেন
- 1 min read
নদী কভু পান নাহি করে নিজ জল,তরুগণ নাহি খায় নিজ…

বিনয় || Rajnikanta Sen
- কবিতা, রজনীকান্ত সেন
- 1 min read
বিজ্ঞ দার্শনিক এক আইল নগরে,ছুটিল নগরবাসী জ্ঞান-লাভ তরে;সুন্দর-গম্ভীর-মূর্তি, শান্ত-দরশন,হেরি সবে…