উপরে উঠতে চাও, কিন্তু কোথায়?
উপরে শূন্যতা ছাড়া, কিছু নেই আর,
দূরে উড়ে যেতে চাও,কিন্ত কোথায়?
সেখানেও শূন্যতা ভরা ,দেখ বারবার।
কোথা থেকে,বল তো কে –
পাঠাল তোমায়,এমন অলীক জগতে?
অর্থহীন বেঁচে থাকা শুধু শূন্যতায়, বন্দীর মতন
মৃত্যও কুহেলিকাময় নয় ইচ্ছাধীন।
হতাশায় বন্দী পাখি,শূন্যে তুলে শূন্য আঁখি
খাঁচাটাকে ভালবেসে ভাবে,কোনদিন মুক্তি পাব কি?
এ’জীবন ধাঁ ধাঁ যেন এক, শূন্যতায় ভরা
সমাধান নেই কোন তার?
বেদনা আনন্দ ক্ষত সব একাকার,
আমাদের উচ্ছল বাসনা -সব সুখ,স্বর্গ ও ঈশ্বর কল্পনা
মনেহয় অন্য কিছু নয় আর সব শুধু অলীক জল্পনা।