মানুষ বড় কষ্টে আছে মানুষ বড় অভাবে
পাশে এসে দাঁড়াও বন্ধু ,কবি সুলভ স্বভাবে
নিঃস্ব দুঃস্থ লোকের দিকে দু হাত শুধু বাড়াও
আজকে দিনে বন্ধু কেবল পাশে এসে দাঁড়াও।
না হলে তুমি কবি কিসের কিসের জননেতা?
বলবে ওরা আসলে তুমি পাক্কা অভিনেতা
নেতা করতে পারে অভিনয় কবি কখনও নয়,
সত্য কথা বলুক কবি অনেকে তা চায় না
সত্য কথা বলার স্বভাব তবু কবির যায় না
কবি হলে অনেক কথা মিথ্যে বলা যায় না।
নিঃস্ব যারা সর্বহারা দাঁড়াবে কে পাশে?
কষ্টে তারা দুঃখ পেলেও বোকার মত হাসে,
আসলে দেখলে বুঝবে সে’টা হাসি তো নয়
কান্না থাকে লুকিয়ে ওদের হাড় মজ্জ্বা মাসে।