মিশে গেছে ওরা অদৃশ্য ছায়া হয়ে
কানায় কানায় পূর্ণ রাজনীতির মাঠ
নানান ছলনার আশ্রয় নিয়ে ;
স্বাধীনতা বিরোধীদের আশ্বফালন,
আকাশচুম্বী সমীকরণ সমাধান মেলানোর
যোগ বিয়োগে ব্যস্ত ওরা,হীন মানসিকতায়
মত্ত্ব-
ঘটাটে পারে পরিবর্তন।
হুসিয়ার,সাবধানী হও স্বাধীনতার পক্ষের
প্রজন্মরা-ওদের রুখো,
শিরদাঁড়া করো;
যেমন করে দাঁড়িয়ে ছিলো একাওুরের
বীর মুক্তিযোদ্ধারা।
ঘুমপাড়ানি নেশা চাপিয়ে-
বিপথগামী তরুনের দল, ভুলে যেওনা
ওরা কেউটে বিষধর সাপের ফণা হয়ে
আছে ছোবলের অপেক্ষায়!
ওদের সাথে সাহস যোগাচ্ছে কিছু লোভী
স্বাধীনতা নামী হাইব্রিড মির্জাফরের বংশধর,
ঘসেটি বেগমের চর আর-
পনের আগষ্টের নীল নকশাকারী কুচক্রীর
সহযোগীরা।
সাবধান! হুসিয়ার!সাবধান!