তোমারটা আমার
আমারটা শুধুই আমার
এমন লোক আছে পৃথিবীতে
নিজেকে নিয়ে ব্যস্ত ওরা
বেশী বুঝে অন্যের চেয়ে।
যা পেয়েছো,তুষ্ট হও
যেটুকু আছে, চলে যাবে-
লালসার মোহে নেশার ঘোরে
পাপাচার থেকে বিরত থাকো।
অজানা পাপের ক্ষমা আছে-
বিধাতার কাছে,
জেনে বুঝে করলে পাপ,
ক্ষমা নেই কারো কাছে।
সাবধানে সংযত থাকাই
বুদ্ধিমত্তার মহৎ সোপান।