আকাশ আর সাগরের ফারাক অনেক-
তবু ওরা এক হয়ে মিশে আছে নীলিমায়।
তোমার আমার ব্যবদান এ দু’হাত,
তবে কেনো এতো তফাত?
হয়তো বিধাতার লিখনীতে কোনো খাদ ছিলো
নয়তো তাঁর ইচ্ছের লীলা।
পাহাড়ের বুক চিরে কান্নারা ঝরে ঝর্না হয়ে
সে ও মিশে যায় সাগরের বুকে
সাগরের প্রবল আবেগে ঠাঁই পায়
ঠিক আকাশের বুকের মাঝটায়।
প্রবল বাতাসের দোলায় পুলকিত সাগর
মিশে যায় আকাশের নীলিমার কেলিতে।
তুমি কি শুনতে পাও অনামিকা?
আমার বুকের চাঁপা ব্যথার কি অদ্ভুদ কান্না?
যদি বুঝতেই পারো সব, তবে কেনো আজ
অজানা স্থানে লুকিয়ে আছো দাওনি ঠিকানা।