আমিই শহীদবেদীর পাশে
পুঁতে রেখে এসেছিলাম মিছিল শেষের পতাকা,
তারপর ফিরে গিয়ে আর খুঁজে পাইনি তা।
এখন ক্ষিদে আর ক্লান্তি সব কিছুর সার কথা যেন।
এখন আর কোন কথা নয়
এখন সমস্ত কথারা জমে জমে নিরেট পাথর,কেবল বরফ।
আমদের মধ্যে কে যে সেই পতাকা গোপনে বয়ে বেড়াচ্ছে,
এখন কোন কথা নয় আর
সমস্ত সময় জুড়ে,পল-অনুপল কেবল বরফ ভেঙে জল।