ভেসে যায়, অই দেখ শ্মশানের পোড়া কাঠ ভেসে যায়
দুকূল ছাপিয়ে জল ছুটে যায় সব দিকে ,
সব ভেসে যায় ঘর-বাড়ি জীব-জন্তু মানুষের লাশ।
মানুষের লাশ শ্মশানে নেবার মত কোন লোকজন নেই ,
আঁচড়ে-কামড়ে-ছিঁড়ে খাবে কোন পশু নেই ,
শুধু পচে উঠে দুর্গন্ধ ছড়াবার অপেক্ষায়।
মানুষের কৃত্রিম পাপ-পুণ্য , ন্যায়-অন্যায় সব ভেসে যায় ,
সম্পর্কের সুতোগুলো ছিঁড়ে যেতে চায়।
নিবেদিত সব ফুল ভাসে
ভেসে ভেসে দূরে চলে যায়।
দু’কূল ছাপিয়ে জল ছুটে যায়
জলে ভাসে মানুষের ছানা,
জল শুধু ফুঁসে ফুঁসে ওঠে নিজের স্বভাবে।
স্রোতের চাড়াল টানে ডুবে যায় প্রকৃতি সুন্দরী।
সভ্যতার সৌধ-মিনার, এভাবেই ধ্বসে যায় একদিন
প্রকৃতির অমোঘ নিয়মে
সাপও আশ্রয় নেয় গাছের শাখায় মানুষের সাথে।