ঘরটা একটু অগোছাল থাক,
উঠানে একটু ধুলো |
খাড়া দেওয়ালের কঠোর জ্যামিতি ভাঙতে
বন্য লতাটা তুলো |
অন্তরে কিছু সংশয় থাক
ভাষায় একটু দ্বিধা,
কিছু ভুলচুক কাটাকুটি নিয়ে
জীবনের মুসাবিদা |
নিরেট সত্য, নিখুঁত মাধুরী,
ছাপানো-ই মেলে কিনতে |
শুধু নির্যাস চায় না হৃদয়
পুষ্পতরুর বৃন্তে |
কিছু মলা কিছু খাদ নিয়ে জেনো
সব মধুরের খেলা |
মর্ত্যের মাটি ময়লা বলেই
এখানে প্রাণের মেলা !