আর বরষের পথিক-পাখীর পায়ের চিহ্নখানি,
নূতন পলিতে ঢাকা পড়িয়াছে জানি,
তোমার মনের চরে ;
জানি কভু ক্ষণতরে,
স্মৃতির জোয়ার সরাবে না আবরণ |
তোমার আকাশে আমার পাখার বিদায় চিরন্তন |
উড়ো মেঘে কবে ছায়া করেছিল আমার দগ্ধ মরু,
বাড়াল একটি শাখা মুমূর্ষু তরু ;
আজো তারি পথ চাহি,
জানি বৃথা দিন বাহি ;
স্খলিত পরাগ পুষ্প লবে না তুলি |
বিদ্যুল্লতা ছুঁয়েছে যে তার ভস্ম বাসনাগুলি !
তবুও মনের বাতায়নে মোর রাখিলাম দীপ জ্বালি ;
জীবন নিঙাড়ি স্নেহরস তাহে ঢালি
চাহিনাক সান্ত্বনা,
অশ্রুতে ভিজাব না,
মনের তৃষিত মরুর দারুণ দাহ |
তব পথ-চাওয়া-দীপ-শিখা সনে মোর শেষ উদ্বাহ |