যেখানেই থাকো তুমি করো স্বর্ণময়
তপস্যা অর্জিত বীর্যে, দুর্ধর্ষ দুর্জয় |
তবু কোন ভুল
তোমার কীর্তির মূল কাটে চিরদিন ?
তুমি অদ্বিতীয়, তবু চিরপ্রীতিহীন !
সে কি শুধু লোভ, শুধু ভোগীর লালসা |
স্ফীতদন্ত অক্ষমের ?
এ-সবের কিছু বুঝি নয় |
দানবীর দুর্বলতা, দেবতার দুর্বোধ বিস্ময় !
সীতারে পারো না ছুঁতে !
ছলবল সমস্ত কৌশল
নিজেই বিফল করে |
শেষ তার সম্মতি-ভিক্ষায় !
হৃদয়ের এ সম্মানে
রামায়ণ অন্য দীপ্তি পায় |
ছোট ভীরু হাত দিয়ে
জীবনের মাপ নিয়ে যারা
নীড় বেঁধে নিরাপদ সঞ্চয়ের কড়ি কটা গোনে |
ঈর্ষায় হিংসায়
তোমার বিশাল মূর্তি তারা চিরদিন
পঙ্কলিপ্ত করে তো করুক |
এ-সবের বহু ঊর্দ্ধে তুমি অন্য আকাশে উন্মুখ |
শুধু এক দিক চিনে
জীবনেরে ক’রো না খণ্ডিত,
দশদিক হ’তে আলো অসংকোচে করো অন্বেযণ
তুমি তাই সত্য দশানন |
সোপান হয়নি গড়,
স্বর্গ আজো দূর |
তোমার চিতার শিখা কিংবদন্তী কল্পনার
তাই বুঝি নিভেও নেভে না,
হে অদৃপ্ত পৃথ্বী-প্রাণ
শূন্যবৈরী শাশ্বত বিদ্রোহ !