বিশুদ্ধ কীর্তন
কদিন ধরেই অপেক্ষাগুলো আনমনে
পাস কাটিয়ে চলে যাচ্ছে,
কি জানি ওদের মধ্যেই
চাপা কান্না অথবা একটু
হাসি মিশে থাকে হয়তো!
না কি পরীক্ষা নিচ্ছে?
কাল রাতে গলার কাছে একদলা
কান্না জমাট বেঁধেছিল প্রথমে,
তারপর একসময় দেখি বন্যার
স্রোতের মত ভিজে গেলো
বালিশ কম্বল সব!
অজানা এক কষ্টের মধ্যে
বাস করছিলাম..
কেনো বলোতো?
অভিমান তোর ও তো হয় !
ওই একটু অভিমানই
আমাকে ভাসায় ও কাঁদায়!
আমি জানি সুখের খোঁজে
বৃথাই ঘোরা আমার,
অসম্পূর্ণতাই আমার নিয়তি!
তবু মাঝে মাঝে তোর স্পষ্ট
উপস্থিতি আমাকে আবার নতুন
ভাবতে শেখায়, কলমের আঁচড়ে
হিজিবিজি লেখা এনে দেয় l
তোকে বিশুদ্ধ কীর্তনের
মত শ্রদ্ধা করি আমি!
কবে কতদিন আগে,
অভিভূতএই জপমালার মত
গেঁথেছি সেটা জানা নেই !
ভালোবাসা গভীর হলে তবেই
তো তৈরী হয় বিশুদ্ধ কীর্তন…