সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে
নীলকান্ত অন্ধকারে নিশ্বাসের সঙ্গী এই ঘরে
হাত দিয়ে স্পর্শ করি তুষারের স্তূপ এক নারী
অকুল কুন্তল পাশ–মেলে দিয়ে ক্লান্তির সাগরে
তুমিও আকাশ বুঝি, অন্ধকার, বর্ষণ-সঞ্চারী?
মধ্যরাত্রে মাতালের মতো ঘোরে দুরন্ত বাতাস
স্খলিত গানের মতো ঠিকরে ওঠে রাতপাখির ডাক
শিয়রের পাশে যেন জেগে বসে আছে সর্বনাশ
অনুগত মার্জারের মতো নীল চোখ স্তব্ধ-বাক ।
তোমার শরীরে ঘুম তুষারের স্তুপের মতন
গলে যাওয়া মূর্তিমতী জীবনের শান্তির নির্ঝরে
বুক থেকে একটি শুভ্ৰ সূৰ্যমুখী করে সমর্পণ
আমাকে বাঁচাও তুমি হত্যাকারী অন্ধকার ঘরে ।
সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে।