কেউ কারো মত নয়, সমস্ত নিঃশব্দ নিজে আলো ।
যা ছিল তা নেই আর, যা হবে তা হবার মতো না
যা আছে তা ধরে আছে গহনে ফলসারঙা মেঘ
যাও চলে যাও, যাও যতদূরে যেতে পারো যাও
সুপুরিবনের সারি যেখানে চলেছে অবেলায়
কেউ কারো মতো নয়, একা একা বসেছ সকলে
এভাবে থাকার মানে আমারই নিঃশব্দে ফিরে আসা
তাই আমি ফিরে আসি, যতদূর চোখ যায় দেখি
যা আছে তা ধ’রে আছে ঝড় নয়, কিছু কবুতর ।