অন্ত নিয়ে এতটা ভেবো না।
মৃত্যুপথে যেতে দাও
মানুষের মতো মর্যাদায় —-শুধু
তোমরা সকলে ভাল থেকো।
কিন্তু কাকে বলে ভাল থাকা ? জানো ?
কতদিন তোমাকে বলেছি স্বর উঁচু করে
কথা বলো আবেগে ভাসিয়ে দাও দেশ
ভিখারি মনের এই দেশ
পাহাড়ের চুড়ো থেকে সাগরের কিনারা অবধি
ফেটে যাওয়া ক্ষেত যত অগম জঙ্গল আর
মজে যাওয়া নদী
ভেসে যাক সেই স্বরে। অবসাদে ঘেরা
নষ্ট হয়ে আছে সবুজেরা
কে তাকে ফেরাবে আর তোমরা যদি কিছু
না-ই বলো ?
যেদিকেই যাও শুধু প্রাচীনের ভস্ম ঝরে পড়ে
মাথার উপরে
বন্ধ হয়ে আসে সব চোখ
ভুলে গেছি কে দেয় কে দিতে পারে
কেই-বা প্রাপক
এই মহা ক্রান্তিকালে।
ক্রান্তিকাল ? তোমরাও কি ভাবো ক্রান্তিকাল ?
তোমাদের জীবনমুদ্রায় কোন চিহ্ন নেই তার।
কেন ? কেন নেই ?
এসো এই মুমূর্ষুর বুকে রাখো হাত
এর ক্ষীণ রক্ত থেকে তোমার রক্তের দিকে
বয়ে যাক দাহ
ঘটুক সংঘাত
দেখো তার মধ্য থেকে ভিন্ন কিছু জেগে ওঠে
কি না।
অন্ত নিয়ে এতটা ভেবো না
রাখো এ প্রবাহ
শেষ বিশ্বাসের সামনে কথা দাও তুমি দেশ
তুমিই এ প্রসারিত দেশ
তোমারই স্নায়ুর মধ্যে বহমান কাল—
যাবার মুহূর্তে আমি আজ শুধু নিয়ে যাব এইটুকু
রক্তিম প্রবাল !