দ্বিজেন্দ্রলাল রায় ১৯ শে জুলাই ১৮৬৩ খ্রিস্টাব্দে নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট কবি , নাট্যকার ও সংগীদবিদ ছিলেন। তিনি প্রায় ৫০০ টি গান রচনা করেছেন , যার মধ্যে ধনধান্যে পুষ্পে ভরা একটি বিখ্যাত গান। গান এর পাশাপাশি তিনি বেশ কিছু নাটক ও রচনা করেছেন। একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার-পতন, নূরজাহান, সাজাহান তার কিছু বিখ্যাত নাটক। এছাড়া তিনি যে কাব্যগ্রন্থ রচনা করেছেন তার মধ্যে আর্যগাথা, আষাঢ়ে, আলেখ্য ইত্যাদি তার কিছু অন্যতম প্রখ্যাত কাব্যগ্রন্থ। তিনি ১৭ ই মে ১৯১৩ সালে মাত্র ৪৯ বছর বয়সে মারা যান।
দ্বিজেন্দ্রলাল রায় সম্মন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
