তুমি যদি আমায় ভালো না বাস
রাগ করি যে এমন আমার সাধ্য নাই—
এমন কথার দেব নাকো আভাসও ,
আমারো মন তোমার পায়ে বাধ্য নাই ।
নাইকো আমার কোনো গরব – গরিমা—
যেমন করেই কর আমায় বঞ্চিত
তুমি না রও তোমার সোনার প্রতিমা
রবে আমার মনের মধ্যে সঞ্চিত ।
কিন্তু তবু তুমিই থাকো , সমস্যা যাক ঘুচি ।
স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি ।
দৈবে স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয়
সেটা কিন্তু বলে রাখাই সংগত ।
তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয়
নিন্দা তারা করতে পারে অন্তত ।
তাহা ছাড়া চিরদিন কি কষ্টে যায় ?
আমারো এই অশ্রু হবে মার্জনা ।
ভাগ্যে যদি একটি কেহ নষ্টে যায়
সান্ত্বনার্থে হয়তো পাব চার জনা ।
কিন্তু তবু তুমিই থাকো , সমস্যা যাক ঘুচি ।
চারের চেয়ে একের ‘পরেই আমার অভিরুচি ।