শেষের পরিচয় উপন্যাসটি বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। উপন্যাসটি শুরু হয় এইভাবে ।
রাখাল -রাজের নূতন বন্ধু জুটিয়াছে তারকনাথ। পরিচয় মাস -তিনেকের, কিন্তু আপনি’র পালা শেষ হইয়া সম্ভাষণ নামিয়েছে “তুমি’তে। আর একধাপ নীচে অসিলেও কোন পক্ষের আপত্তি নাই ভাবটা সম্প্রতি এইরূপ।
বেলা আড়াইটায় তারকের নিশ্চয় পৌঁছিবার কথা, তাহারই কি-একটা অত্যন্ত জরুরী পরামর্শের প্রয়োজন, অথচ তাহারই দেখা নাই, এদিকে ঘড়িতে বাজে তিনটা। রাখাল ছটফট করিতেছে, পরামর্শের জন্য ও নয়, বন্ধুর জন্য ও নয়, বন্ধুর জন্য ও নয়, কিন্তু ঠিক তিনটায় তার নিজেরই বাহির না হইলেই নয়।
তিনটার সময় রাখাল কোথায় যাবে আর কেনই বা তারকনাথ কথা দিয়েও সময় মতো আসলো না সেটা জানার জন্যে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর পুরো উপন্যাসটি পড়ুন।
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : শেষের পরিচয় পিডিএফ (Sheser Porichoy PDF)
লেখক (Author) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sharatchandra Chattopadhyay)
জনার্স (Genres): উপন্যাস (Drama)
Total pages: 120
PDF Size: 1 Mb