আমি শুধু তোমার জন্য বাঁচতে চাই •••
বিষন্নতার পাহাড়ে,
যেখানে ইচ্ছেরা জমাট বেঁধে আছে,
সেখান থেকে একটু একটু করে গলে
ঝর্ণার মতো গড়িয়ে নেমে আসব তোমার কাছে!
অষ্টাদশীর সুরেলা আহ্বানে তুমি ছুঁয়ে দিলেই —
আমি নদী হয়ে যাবো।
ভরা ভাদ্রে গর্ভিনী মায়ের মতো আমি ফুলে ফেঁপে উঠবো,
দুকুল ছাপিয়ে উজাড় করে দেব আমার ভালোবাসা।
তোমার রুক্ষ মাটি ক্রমশ উর্বরা হয়ে উঠবে,
চারিদিকে ভালোবাসার চিহ্ন ছড়িয়ে আমি মিশে যাবো মোহনায়,
তোমার ছোঁয়ায় আবার নবজন্ম হবে আমার।
